সব
সাভারের আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে গাড়ী চালক সুমন।
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬.৩০টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ত্রীমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী মমিন জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে প্রাইভেটকরটি আসচ্ছিলো। এসময় বাইপালই ত্রীমোড় এলাকায় পৌছালে হটাৎই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে ১৫-২০ মিনিটের মাথায় আগুন নিভিয়ে ফেলে।
গাড়ির ড্রাইভার সুমন বলেন, এটি এমডি গার্মেন্টস এর মালিকের গাড়ি। আমি গাড়িটি চালাই। আশুলিয়ার দিকে যাচ্ছিলাম হঠাত আগুন লেগে যায়। এর বেশি কিছু বলতে পারছি না ভাই।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্ট্যাশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গাড়িটি একটি গার্মেন্টসের এমডির গাড়ি। খবর পেয়ে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলি আমরা। তবে ভেতরে থাকা সবাই সুস্থ আছেন৷ আর প্রাইভেটকারটির কিছু অংশ পুড়ে গেছে৷ আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি৷