সাভারের সালেপুরে নতুন সেতুর উদ্বোধন

আগের সংবাদ

ঢাকা জেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ করদাতা রোমান ভূইয়া।

পরের সংবাদ

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগম আর নেই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৩২ অপরাহ্ণ, ০৯/০২/২১

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগম মারা গেছেন। অধ্যাপক মরিয়ম বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী।

মঙ্গলবার ঢাকার সোহওরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মরিয়মের ছোট ছেলে ভুঁইয়া নন্দিত নাহিয়ান বলেন, “আম্মা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজকে অসুস্থবোধ করায় আম্মাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তিনি মারা যান।”

মান্নান ভূঁইয়া-মরিয়ম দম্পতির আরেক ছেলে হলেন ভুঁইয়া অনিন্দ্য মোহাইমেন।

নাহিয়ান জানান, মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডে তাদের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে রায়েরবাজারের গোরস্থানে দাফন করা হবে।

মরিয়ম বেগমের জন্ম ১৯৪৮ সালে ৮ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি।

কর্মজীবনে তিনি ঢাকা কলেজ ছাড়াও আরও অনেক কলেজে পড়িয়েছেন। কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।

মরিয়ম বেগমের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের এক সংবাদ সম্মেলন থেকে শোক জানিয়েছেন।

মান্নান ভূঁইয়া ২০১০ সালে মারা যান।