সব
আশুলিয়ায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (৪০) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন রাজশাহী জেলার চারঘাট এলাকার নিমপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি সিগমা পাম্পের ইলেকট্রিশিয়ান পদে কাজ করতেন।
পুলিশ জানায়, পাম্পের কাজ শেষে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে আলাউদ্দিন আশুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। তিনি আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় পৌঁছলে বাইপাইলগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ। প্রাইভেটকারটি এক নারী চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।