বিদেশ গিয়ে শিখতে হবে না, ঘরেই ঝটপট রান্না করুন মজাদার খিচুড়ি

আগের সংবাদ

আশুলিয়ায় ৬৮টি মোবাইলসহ চোর চক্রের ৪ সদস্য আটক

পরের সংবাদ

সাভার-আশুলিয়ায় ট্যাপেন্টাডল ও বিয়ার ক্যানসহ আটক ৫

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৪১ অপরাহ্ণ, ১৭/০৯/২০

সাভারে ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারক্যান ও ৩১৬ পিস ট্যাপেন্টাডল সহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৪ ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার গনকবাড়ী এলাকার হাসান অ্যাপার্টমেন্টের নিচ তলায় জিয়া ড্রাগ হাউস-২ থেকে ৩ জন ও সাভারের হারুরিয়া এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

ট্যাপেন্টাডলসহ গ্রেফতাররা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার পিরুলি গ্রামের মুরাদ শেখের ছেলে নাইম ইসলাম (২১), ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার সাতমেরা গ্রামের আজিজ মিয়ার ছেলে আবু বক্কর (২১) ও কুড়িগ্রাম জেলার রৌমারি থানার বন্দবেড গ্রামের মোবারক হোসেনের ছেলে নুর নবী(২২)। তারা তিন জনই জিয়া ড্রাগ হাউজ-২ এর কর্মচারী।

অপরদিকে বিয়ার ক্যানসহ গ্রেফতাররা হলেন- সাভারের হারুরিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মকবুল আহমেদ ওরফে মুকুল (২৪) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার নারায়নখানা গ্রামের আব্দুল আজিজের ছেলে হাফিজুর রহমান (২৬)। সে সিংগাইর নিউ মার্কেট সাজেদা ফাউন্ডেশনের তৃতীয় তলায় ভাড়া থাকতো।র‌্যাব জানায়, আশুলিয়ার গনকবাড়ী এলাকার জিয়া ড্রাগ হাউজ-২’ তে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩১৬ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হারুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে  র‌্যাব-৪ এর একটি আভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার আবু বক্কর সিদ্দিক এর টিনসেড রুমের ভিতর থেকে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারক্যানসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামীগণ বিভিন্ন জায়গা হতে এই বিয়ার ক্যান এবং অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল আশুলিয়া ও সাভার থানা এলাকায় বিক্রয় করতো।
উল্লেখ্য যে, এর আগে গত ১৯ ডিসেম্বর জিয়া ড্রাগ হাউজ-২ নামের ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ ও ভারত থেকে অবৈধভাবে আমদানী করা ওষুধ বিক্রির দায়ে  ৫ লাখ টাকা জরিমানা ও ১০ লাখ টাকার ওষুধ জব্দ করে র‌্যাব-৪ ।