আশুলিয়ায় দেয়াল ধসে আঁখ বিক্রেতার মৃত্যু

আগের সংবাদ

করোনায় খাদ্য সংকটে পড়ে ইঁদুর পুড়িয়ে খাচ্ছে মানুষ

পরের সংবাদ

আশুলিয়ার তুরাগ নদী থেকে ৩টি ড্রেজার জব্দ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৩৯ অপরাহ্ণ, ০৩/০৯/২০
আশুলিয়ার তুরাগ নদীর সৌন্দর্য নষ্ট করার অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে আশুলিয়া নৌ-পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ড্রেজার জব্দের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শরীফ উদ্দিন নেয়াজী। এরআগে একইদিন আশুলিয়ার মড়াগাং ও সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে ড্রেজার গুলো জব্দ করা হয়।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ড্রেজার গুলো জব্দ করা হয়েছে। বেশ কিছুদিন ধরে কিছু অসাধু ব্যক্তি তুরাগ নদী ব্যবহার করে অবৈধভাবে এক বলগেড থেকে অন্য বলগেডে বালু ভরাট করে আসছে।

আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শরীফ উদ্দিন নেয়াজী বলেন, নদীর সৌন্দর্য বিনষ্টকারী ড্রেজারের মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে কেউ নদী দখল করে বালুর ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।