সাংবাদিক মনিরুজ্জামানের বাবার মৃত্যু

আগের সংবাদ

আশুলিয়ায় ১২০০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

আশুলিয়ায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

ইস্কান্দার হোসাইন ( রুদ্র )

প্রকাশিত :৬:৩৮ অপরাহ্ণ, ১৪/০৬/২০
আশুলিয়ায় চলতি বাজেটে তামাকজাত পণ্য বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট শিল্পের সাথে জড়িত শ্রমিক ও কর্মচারীরা।
রবিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, ২০২০-২১ অর্থ বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য ৪ টাকা ও প্রতি প্যাকেট সিগারেটে ২ টাকা বৃদ্ধি করায় বৈষম্যমূলক ট্যাক্স নীতি প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে বিদেশী প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই দেশীয় বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে। যা বিড়ি শিল্পের জন্য হুমকি স্বরূপ। ফলে এই শিল্পের সাথে জড়িত লাখ লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়ে অনাহারে দিন কাটাবে।
এ সময় তারা আরও বলে, ভারতের ন্যায় বিড়ি শিল্প সুরক্ষা আইন প্রণয়ন ও বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি না করে এই শিল্পকে বন্ধ না করারও দাবী জানান তারা।