আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-৭

আগের সংবাদ

আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস

পরের সংবাদ

মায়ের কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু!

ইস্কান্দার হোসাইন ( রুদ্র )

প্রকাশিত :১১:১৯ অপরাহ্ণ, ০৯/০৬/২০
মায়ের কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু

মাত্র সাড়ে তিন বছরের শিশু জান্নাত আক্তার হারিয়ে যাওয়ার ৪২ দিন পর ফিরে গেলো তার মায়ের কোলে।জান্নাত আক্তার গত ২৭ এপ্রিল সোনারগাঁও চানখারপুল থেকে নিখোঁজ হয়।

সাভারের বক্তারপুর থেকে উদ্ধার হওয়ার ১০ দিন পর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন সাভারের কৃতি সন্তান একেএম আসাদুজ্জামান  সোহাগ।

মঙ্গলবার ( ৯ জুন) দুপুরে নারায়নগঞ্জের সোনারগাঁও চানখারপুল এলাকায় গিয়ে নিখোঁজ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন একেএম আসাদুজ্জামান  সোহাগ।

শিশুটি নিখোঁজ হওয়ার পর জান্নাত আক্তারের বাবা মোঃ মামুন মিয়া ও তার মা মর্জিনা বেগমের পক্ষে ছাইফুল নামের একজন ব্যাক্তি নারায়ণগঞ্জ কাঁচপুর থানায় একটি জিডি দায়ের করেন। তাদের গ্রামের বাড়ী পাবনা জেলায়। শিশু কন্যাটির মা মর্জিনা বেগম একটি পোষাক কারখানায় কাজ করেন এবং তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন বলে জানাযায়।

ফেসবুকে শিশুটির ছবিসহ হারিয়ে যাওয়ার ঘটনাটি তুলে ধরে আসাদুজ্জামান সোহাগ তার প্রফাইল সহ বিভিন্ন গুপে ষ্টাটাস দেন এবং সন্ধানদাতাকে ২০ হাজার টাকা উপহার দিবেন বলেও সেখানে উল্লেখ্য করেন।

এদিকে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার জন্য একেএম আসাদুজ্জামান সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির বাবা-মা।