সাভারে ৪ সাংবাদিক করোনায় আক্রান্ত

আগের সংবাদ
মায়ের কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু

মায়ের কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু!

পরের সংবাদ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-৭

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৬ পূর্বাহ্ণ, ০৯/০৬/২০

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি দুইতলা ভবনের একাংশ ধসে পড়ে অন্তত ৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৫ টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার ইমনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: জিহাদ মিয়া জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়  ১ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় দ্বিতল বিশিষ্ট ভবনের একাংশ ধসে পড়ে ৭ জন আহত হয়েছে । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে নি। তবে দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ায় আনুমানিক ৮ ললক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের বান ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পাঁচজনকে এখানে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ধরা হচ্ছে।