কুড়িগ্রামে শীতার্তদের মাঝে “ঢাকা কলেজ ৯৬ ব্যাচের” কম্বল বিতরণ

আগের সংবাদ

তীব্র শীতে থেমে নেই আশুলিয়ার শ্রম বিক্রির হাট

পরের সংবাদ

আশুলিয়ায় শীতের পিঠা উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৩ অপরাহ্ণ, ২২/১২/১৯

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে প্রচন্ড শীত শুরু হয়েছে, চলছে শৈত প্রবাহ। শীতে তীব্রতা আর শৈত প্রবাহ উপেক্ষা করে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে আশুলিয়ায় ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব করেছে একটি স্কুল।

রোববার (২২ ডিসেম্বর) আশুলিয়ার পলাশবাড়ীর সাউথ ভিশন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের নিচে এ আয়োজন করা হয়।

দিনব্যাপী এ পিঠা উৎসবে ৯টি পিঠার স্টল দিয়েছে শিক্ষার্থীরা। পিঠার স্টলগুলোতে মোরগ পিঠা, পাটি সাপটা, সুজি পুলি নারেকোল, দুধ পাটিসাপটা, ঝাল ভাপা, গোলাপ পিঠা, তাল মিঠা, বিস্কুট পিঠা, নারিকেল নারু, ভাপা, নকশিসহ নানা রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক অংশ গ্রহন করেন।

পিঠা উৎসবটি সবার জন্য উন্মুক্ত হওয়ায় এলাকার সবাই এখানে পিঠা খেতে ও দেখতে ভীর জমিয়েছে।

স্কুলটির অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন বলেন, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা এই আয়োজনটি করেছি। আমরা গত বছরেও এমন আয়োজন করেছিলাম আগামীতেও অব্যাহত রাখবো৷