আশুলিয়ায় শ্রমিক নেতার সংবাদ সম্মেলন

আগের সংবাদ

আশুলিয়ায় গ্রামীন নারী দিবস পালিত

পরের সংবাদ

আশুলিয়ায় অস্ত্র ও মাদকসহ তিন ব্যবসায়ী আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩৪ অপরাহ্ণ, ১৪/১০/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় দুটি শটগান ও ৪০০ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আশুলিয়ার গৌরীপুরের বি বাংলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকরা হলেন- কামরুজ্জামান রাসেল (৩১), মো. সুমন (৩০) ও মো. আসাদুজ্জামান ওরফে আসাদ (২৬)।

র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরে ফেনসিডিলের চালানগুলো বিভিন্ন পণ্যবাহী পরিবহনে ও প্রাইভেটকারে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়।

আটক আসাদ ঢাকার একটি বায়িং হাউজে কর্মরত। তিনিও বায়িং হাউজে চাকরির পাশাপাশি মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। সুমন ও রাসেল মাদকের চালান ঢাকায় নিয়ে আসার পর তিনি রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের কাছে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।