আশুলিয়ায় বাস স্টোপ গুলোতে ঘরমুখো মানুষের ভিড়

আগের সংবাদ

আশুলিয়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

পরের সংবাদ

গণস্বাস্থ্যের সেই নবজাতকের দত্তক নিলেন কৃষিবিদ দম্পতি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৪৪ অপরাহ্ণ, ০৮/০৬/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপেস:

আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের প্রাচীরের বাহির থেকে উদ্ধার করা নবজাতককে দত্তক নিলেন কৃষিবিদ মোঃ বজলুর রহমান ও মিসেস সাফিয়া ইসলাম দম্পতি।

নবজাতকটিকে দত্তক নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু তাহের। 

এ সময় তিনি আরো বলেন, নবজাতককে ব্যাপারে আশুলিয়া থানায় লিখিতভাবে অবগত করা হয়েছিল। আমাকে ওসি সাহেব যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। নবজাতককে নেওয়ার জন্য অনেকেই আবেদন করেছে,তার মধ্য থেকে গত ৩ জুন ২০১৯ আমরা একটি টিম উক্ত দম্পতির বাসা বাড়ি পরিদর্শন করি। যেহেতু ওনারা (স্বামী- স্ত্রী) উভয়ে উচ্চ শিক্ষিত এবং বজলুর রহমানের স্ত্রী ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন ও নিজস্ব বাড়িতে বসবাস করেন তাই শিশুটির ভালো ভবিষ্যৎ প্রত্যাশা করে এই পরিবারে হস্তান্তর করি। 

গত ১১ মে সকালে আসিফ হোসেন নামে এক ইট-বালু-খোয়ার ব্যবসায়ী একজন পথচারীর মাধ্যমে নবজাতক শিশুকে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।এর পর থেকে নবজাতকটি হাসপাতালের গাইনী বিভাগেই ছিল। কারণ অনেক নবজাতকের মা গাইনী বিভাগে আছে, তাদের বুকের দুধ পান করানো হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ও রেজিষ্ট্রার (শিশু বিভাগ) ডাঃ মাহবুব জোবায়ের সোহাগ, ইন্টার্ন চিকিৎসক ডাঃ লিডিয়া রুত বিশ্বাস ও ডাঃ রিজভীয়া জাহান সীমা।