জাবিতে ২ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সাময়িক বহিস্কার ৭

আগের সংবাদ

সাভারে মারুফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

পরের সংবাদ

আশুলিয়ায় ১৮ শ্রমিক সংগঠনের সংবাদ সম্মেলন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:২১ অপরাহ্ণ, ০৩/১০/১৮

হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে শ্রমিকদের প্রতিনিধিত্ব প্রার্থী চুড়ান্ত করতে গার্মেন্টস শ্রমিক, শ্রমজীবি, ভাড়াটিয়া ও সাধারণ জনগণের পক্ষে ১৮টি শ্রমিক সংগঠনের ঐক্যমত প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে।

বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইলের আশুলিয়া প্রেসক্লাব অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা মোঃ সারোয়ার হোসেন বলেন, সাভার ও আশুলিয়ায় প্রায় ১০ লাখ শ্রমিক কর্মরত রয়েছে। রানা প্লাজা, তাজরিনের দূর্ঘটনা সহ নানা প্রতিকূলতার মধ্যেও শ্রমিকরা কাজ করে যাচ্ছে। অতিরিক্ত বাড়ি ভাড়া আদায় থেকে মুক্তি, শ্রমিকদের আত্মসম্মান ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে আমরা সাভার-আশুলিয়ার ১৮টি শ্রমিক সংগঠন একমত পোষন করেছি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আল কামরান, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিক সমিতির সভাপতি মোঃ সারোয়ার হোসেন, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ তুহিন চৌধুরীসহ প্রমূখ।