সাভারে পালিত হয়েছে দেশটাকে পরিস্কার করি কর্মসূচী

আগের সংবাদ

আশুলিয়ায় গণধর্ষনের ঘটনায় আটক ২

পরের সংবাদ

সাভারে নিরাপদ সড়ক নিশ্চিতকরন লক্ষ্যে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:২৯ অপরাহ্ণ, ১৫/০৯/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

“আমি বদলালে, বদলে যাবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক নিশ্চিতকরন লক্ষ্যে সাভারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শনিবার সকালে ঢাকা আরিচা মহসাড়কের সাভার বাস ষ্ট্যান্ডে এনজিও বিষয়ক ব্যুরো ও সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতামুলক এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, যানবাহনের বেপোয়ার গতি বন্ধ করতে হবে ও চালকে আইন মানতে হবে। পাশাপাশি জন সাধারন কেউও সচেতন হওয়া আহবান জানান অংশগ্রহনকারী।

উপজেলা নির্বাহী অফিসারের শেখ রাসেল হাসানের সভাপত্তিত্বে এই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয় ব্যুরোর মহাপরিচালক কেএম আবদুস সালামসহ অন্যান্য কর্মকর্তাগন