সাভারে চিকিৎসাধীন দগ্ধ নারীর মৃত্যু

আগের সংবাদ

সাভারে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা; আটক এক

পরের সংবাদ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩৫ অপরাহ্ণ, ১৯/০২/১৮
মশিউর রহমান:
মহান অমর ২১শে ফেব্রুয়ারী। বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।  ১৯৫২ সালের এই দিনেই রফিক, সালাম, বরকত, সফিউর ও জব্বারসহ বাংলার দামাল ছেলেরা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের দাবীতে রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল।  প্রতিবছর ভাষার জন্য আত্মত্যাগের এই দিনটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।  এমন দিনটিতে পুরো জাতি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করেন মহান ভাষা শহীদদের।
এরই ধারাবাহিকতায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আশুলিয়া প্রেস ক্লাব চত্তরের কেন্দ্রীয় শহীদ মিনার  প্রস্তুত হয়েছে।  সেজেছে বর্ণিল সাজে।  এদিনটিকে ঘিরে শহীদ মিনার ধোয়া-মোছা ও রং তুলির আঁচড়সহ সর্ব প্রকার কাজ সম্পুন্ন হয়েছে।  এই দিনটিতে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সর্ব সাধারনের ঢল নামবে এবং বিভিন্ন প্রজাতির ফুলের সমারোহ দেখা যাবে।
এ বিষয় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয় প্রতিবেদককে জানান, মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ২১ শে ফেব্রুয়ারীকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবছরেও ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।  ধোয়া মোছা থেকে শুরু করে ইতোমধ্যে সব কাজ সম্পন্ন হয়েছে।
এদিনকে ঘিরে কি কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহান ভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে স্থানীয় প্রশাসন, আশুলিয়া প্রেস ক্লাব ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন এ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পাস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবেন।  পরে সকাল ৬ টা থেকে ১০ পর্যন্ত সর্ব সাধারনের জন্য খোলা থাকবে।  এরপরে বিকেল ৩ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্গণ ও কবিতা আবৃত্তির প্রতিযোগীতা আয়োজন করা হবে।  এখানে দু’টি গ্রুপে বিভক্ত করা হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত (ক গ্রুপ) ও ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত (খ গ্রুপ)।  সাধারণ আমজনতার জন্য কবিতা আবৃত্তিরও প্রতিযোগীতা থাকবে।  সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।  পুরুস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোঃ খোরশেদ আলম ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।