সাভারে চিকনগুনিয়া প্রতিরোধে মশা নিধন অভিযান

আগের সংবাদ

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত

পরের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় নিহত ১; আহত ১০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৫৭ অপরাহ্ণ, ১৯/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ যাত্রী। আহতরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এই র্দুঘটনা ঘটে। এসময় মহাসড়কের দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ৩০ মিনিট পর সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, চন্দ্রা থেকে নবীনগরগামী দ্রুতগামী পলাশ পরিবহনের যাত্রীবাহি বাস আশুলিযার পলাশ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়। আহত হয় আরও ১০ জন। আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করলেও তবে বাসের চালক পালিয়ে গেছে।