আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিদের বিক্ষোভ

আগের সংবাদ

সাভারে বিদেশী পিস্তল ও মাদক সহ আটক তিন

পরের সংবাদ

আশুলিয়ায় একটি আইসক্রীম কারখানাকে জরিমানা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩২ অপরাহ্ণ, ২৫/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ক্ষতিকারক কেমিক্যাল ও রঙ মিশিয়ে প্রস্তুত ও বাজারজাত করার দায়ে ড্যাফোডিল আইসক্রীম নামের একটি কারখানাকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী অফিসার্স কোয়াটার এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাসের নেতৃতে এ ভ্রাম্যমান আদালত কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

কারখানাটির বেলিসিমো এন্ড জা এন জি আইসক্রীম আঞ্চলিক পরিবশেক হিসেবে ব্যবহৃত হতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস জানান, কারখানার মালিক তাসলিম আকবর একটি কোম্পানির ডিলারের আড়ালে নিজস্ব ভাবে নিম্ন মানের আইসক্রীম তৈরি করে আসছিল। এসব আইসক্রীমে ক্ষতিকারন রাসায়নিক দ্রব্য ও রঙ মিশিয়ে তৈরি করা হতো। যা মানব দেহের জন্য অতন্ত ক্ষতিকারক।

তিনি আরও জানান, রাসায়নিক দ্রব্য ও রঙ মিশিয়ে আইসক্রীম প্রক্রিয়া ও বাজারজাত করার দায়ে কারখানার বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাসায়নিক দ্রব্য ও নিম্ন মানরে আইসক্রীম জব্দ করে নষ্ট করে দেওয়া হয়। এলাকার এই সকল কারখানা গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।