সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

আগের সংবাদ

আশুলিয়ায় এক নারীর রহস্যজনক মৃত্যু

পরের সংবাদ

সাভারে আসামীর অস্ত্রের কোপে পুলিশের এস আইসহ তিনজন গুরুতর জখম; আটক ৩

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৪৯ অপরাহ্ণ, ১৯/০৩/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের মজিদপুরে তালিকাভুক্ত আসামী গ্রেপ্তার করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) সহ দুই সদস্য আহত হয়েছে। এসময় পুলিশকে সহযোগিতা করায় স্থানীয় আরও এক ব্যক্তি হামলার শিকার হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান, পুলিশ সদস্য সুমন ও আমিনুল।

পুলিশ জানায়, সন্ধ্যার পর এসআই মেহেদি হাসান ও এক পুলিশ সদস্য ও স্থানীয় এক লোক নিয়ে  সাভারের মজিদপুর এলাকায় মুক্তির বাড়িতে  একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খাজাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। এসময় খাজার লোকজন পুলিশের ওপর অর্তকৃত হামলা চালায়। এসময় দুবৃত্তদের ধারলো অস্ত্রের কোপে ওই তিনজন গুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে আহতের দেখতে পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ছুটে আসেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কামরুজ্জামান জানান এ ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করেন। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।