সব
এক্সপ্রেস প্রতিবেদক:
নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উন্মুক্ত দিবস পালিত হচ্ছে।
শুক্রবার সকাল সোয়া ১১ টায় সাভারের সিআরপিতে প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ড. হারুনুর রশিদ এই উন্মুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আর এই দিনটিকে ঘিরে সিআরপি আয়োজিত হয়েছে- সিআরপি সেবা কার্যক্রমের বর্ণনা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, প্রতিবন্ধীদের খেলাধুলা ও তাদের বিভিন্ন ধরেন হস্তশিল্পের প্রদর্শন ও বিক্রির ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন।
এসময় ড. হারুনুর রশিদ তার এক বক্তব্যে সিআরপিতে রোগীর চিকিৎসা সেবা ও তাদের সহযোগিতার জন্য সমাজের বিত্ত মানুষের পাশে থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি টেইলর, নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিআরপির রোগী, শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মেলায় সিআরপির নিজস্ব সেবা ও তথ্য সংবলিত স্টল থেকে দর্শনার্থীরা সিআরপির সেবা সম্পর্কে ধারণা নিতে পারবেন। থাকবে মেডিকেল সার্ভিসেস উইং আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। দিনের দ্বিতীয় পর্যায়ে কুইন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে এহেড প্রজেক্টের উদ্যোগে পুতুল নাচের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ২০টি আকর্ষণীয় পুরষ্কার সংবলিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।