আশুলিয়ায় ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

সাভারে মহাসড়কে বাস থামিয়ে তিনজনকে গুলি করে টাকা ছিনতাই

পরের সংবাদ

সাভারে ধলেশ্বরী নদী বাঁচাতে গণশুনানী অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:০৯ অপরাহ্ণ, ০৩/০২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:
“সাভারে ট্যানারী স্থানান্তরঃ ধলেশ্বরীকে বুড়িগঙ্গা হতে দেয়া হবে না” শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাভার উপজেলা হল রুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে বেলার প্রধান নির্বাহী এ্যাড. সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় এসোসিয়েশন ফর ল্যান্ড রিফম এন্ড ডেভেলপমেরন্টর নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান।
গণশুনানীতে স্থানীয় সমাজসেবক, রাজনীবিবিদ, পরিবেশবাদি সংগঠন ছাড়াও ঝাউচর এলাকার বাসিন্ধারা উপস্থিত ছিলেন। তারা গণশুনানীতে ট্যানারী শিল্প স্থাপনের ফলে পরিবেশের নানা বিরুপ আচরনের কথা তুলে ধরেন তারা।
তবে এ থেকে মুক্তির পথও খোজে ফিরেন তারা।
বক্তরা বলেন তৎতকালিন বিএনপি সরকার সঠিক পরিকল্পনা ছাড়াই ঢাকা হাজারীবাগ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এ প্রকল্পটি তৈরি করেছেন। যাতে করে শিল্পটি চালু হতে না হতেই পরিবেশে নানা বিরুপ প্রভাব পড়ছে।
স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান মনিটরিং দলকে দূর্বল আক্ষায়িত করে বলেন, দূষন এড়াতে প্রকল্পটিকে মনিটরিং আরো জোড়দার করতে হবে।