আশুলিয়ায় কলোনীতে অগ্নিকান্ড

আগের সংবাদ

আশুলিয়া শ্রমিক অসন্তোষ; তিন মন্ত্রীর নির্দেশনা

পরের সংবাদ

আশুলিয়ায় পুলিশের মতবিনিময় সভা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:০১ অপরাহ্ণ, ১৭/১২/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:
পোশাক-শিল্প অসন্তোষ থেকে উত্তোরণে আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাইপাইলের এলাহী কমিনিউটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পোশাক শিল্প শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।
এ সময় বক্তারা বলেন, গুটি কয়েক শ্রমিক প্রতিনিধি না বুঝেই পোশাক শিল্পকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে। অনেক সময় শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে তাদের ভুল বুঝানো হয়।  সেদিকে সবাইকে দৃষ্ট রাখার আহবান জানান।আশুলিয়া থানার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। যার মাধ্যমে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সমস্যা সমাধানে এক মাইল ফলক হিসেবে কাজ করবে। দেশের পোশাক শিল্পকে হুমকির মুখে ফেলতে বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্ত চলছে, তাদের সবাই একত্রিত হয়ে প্রতিহত করার আহবান জানান। অন্যদিকে শ্রমিকদের শান্তি পূর্ণ আলোচনার মাধ্যমে দাবী দাওয়ার সমাধান করার কথা জানান।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।
বিশেষ অতিথি ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এর উপস্থিতিতে আয়োজিত সভার সভাপতিত্ব করেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আজীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান (সাভার মডেল থানা), সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ (সাভার সার্কেল), আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসিনুল কাদির। আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, সৈয়দ আহম্মদ মাষ্টার, শাহবুদ্দিন মাদবর ও পারভেজ দেওয়ান প্রমূখ।