সাভারে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

আগের সংবাদ

আশুলিয়ায় অবৈধভাবে গার্মেন্টস ভবন দখলের অভিযোগে বিদেশীসহ আটক ২

পরের সংবাদ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবি সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মহাসড়ক অবরোধ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৬ অপরাহ্ণ, ০২/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালুঘোদের উপর হামলা, ভাঙ্গচুর ও নিযাতনের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ নামে একটি সংগঠনের শিক্ষার্থীরা। প্রায় পোনে এক ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

savar-ju-pic-6

বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৪টা পযন্ত বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এই প্রতিবাদ কর্মসূচী পালন করে। এসময় মহাসড়কের উভয় দীর্ঘ যানযটের সৃষ্টি হয় ও ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ সংগঠনের শিক্ষার্থীরা সম্প্রতি বি বাড়িয়ার নাসিরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তাতারের দাবী জানান।এসময় সাম্প্রদায়িক হামলায় চিত্র তুলে ধরতে মহাসড়কে তারা বিভিন্ন প্রতীকি লাশ ও মুখে কালো কাপড় বেঁধে দাড়িয়ে থাকতে দেখা যায়।