সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ঈদের আগে সাভারে বিভিন্ন গার্মেন্টস এ শ্রমিক ছাঁটাই ও ঈদ বোনাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড ধসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ কর্মসুচী পালন করেন শ্রমিকরা।
প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, সিপিএম কস্পোজিট নীট নামে একটি পোশাক কারখানা বেআইনি ভাবে ৪ শতাধিক বকেয়া বতেন-ভাতা পরিশোধ করেনি। কোন প্রকার ঘোষনা ছাড়াই কারখানাটি বন্ধ করে দেয় কর্তপক্ষ। এ ধরনের সমস্যা অন্য কোন কারখানায় যাতে না হয়, সেজন্য শিল্প পুলিশ ও মালিকদের প্রতি অনুরোধ জানান।
প্রতিবাদ সমাবেশে এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সাভারে ঈদের আগে বিভিন্ন গার্মেন্টস এ শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি জানান কারখানার মালিকদের কাছে।পাশাপাশি সরকারের কাছে এ সমস্যা সমাধানের পদক্ষেপ কামনা করেন।
এদিকে সমাবেশ শেষে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। ফলে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়।