আশুলিয়ায় ইয়াবাসহ কারবারি আটক

আগের সংবাদ

আশুলিয়ায় ডিস ব্যবসা দখল নিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

পরের সংবাদ

মিটার চুরি করে রেখে যান বিকাশ নম্বরের চিরকুট, গ্রেপ্তার ২

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৪:১৫ অপরাহ্ণ, ০৭/১১/২৪

সাভারের আশুলিয়ায় বিভিন্ন স্থানে বিদ্যুৎ মিটার চুরির ঘটনায় নতুন এক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির পর চোরেরা মিটার ফেরত দেওয়ার জন্য গ্রাহকদের বিকাশ নম্বারে টাকা পাঠাতে বাধ্য করে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এবং বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ জানায়, ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন আফজাল হোসেন (২৮) ও মো. জসিম (২২)। আফজাল হোসেন পেশায় ইলেকট্রিশিয়ান। গ্রেপ্তারকৃতরা এই চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এরা বিদ্যুৎ মিটার চুরি করে পরে সেই স্থানে মোবাইল নম্বর লেখা চিরকুট রেখে যায়। গ্রাহকরা যখন এই নম্বরে যোগাযোগ করে, তখন চক্রের সদস্যরা বিকাশের মাধ্যমে টাকা দাবি করে। গ্রাহক টাকা দিলে তারা চুরি করা মিটার ফেরত দেয়।

এ ধরনের চুরির ঘটনা আশুলিয়া, পলাশবাড়ী, ডেন্ডাবর এবং পল্লীবিদ্যুৎ এলাকায় নিয়মিত ঘটছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই চক্রটি নিয়মিতভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, বিদ্যুৎ মিটার চুরির ঘটনায় চিরকুটে রাখা বিকাশ নম্বরের সূত্রে তথ্য-প্রযুক্তির সাহায্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই ধরনের চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।