আশুলিয়ায় চোলাই মদসহ কারবারি আটক

আগের সংবাদ

মিটার চুরি করে রেখে যান বিকাশ নম্বরের চিরকুট, গ্রেপ্তার ২

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ কারবারি আটক

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:২৪ অপরাহ্ণ, ০৬/১১/২৪

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাব্বির হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ধনাইদ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত সাব্বির হোসেন খুলনা জেলার খালিশপুর থানার মারোয়ারি গ্রামের হাজী মৃত বাবুল মিয়ার ছেলে। সে আশুলিয়ার  ইউসুফ মার্কেট এলাকার খোকনের বাড়ীর ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার ধনাইদ এলাকায় জেনারেশন নেক্সট ফ্যাক্টরীর পাশে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ তাকে আদালতে পাঠানো হবে।