সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আগের সংবাদ

কাশিমপুরে সংযোগ রাস্তা অবমুক্ত করলেন কাউন্সিলর দবির সরকার

পরের সংবাদ

প্রধানমন্ত্রী সাভার-আশুলিয়া থেকে প্রার্থী হিসেবে আমাকে নিশ্চয়তা দিয়েছেন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৩৯ অপরাহ্ণ, ১৩/১১/২৩

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নিশ্চয়তা দিয়েছেন যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে সাভার আশুলিয়া থেকে প্রার্থী হিসেবে তিনি আমাকে নিশ্চয়তা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগ আয়োজিত আনন্দ র‍্যালিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আজকে যুবলীগের নেতারা ব্যক্ত করেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নিশ্চয়তা দিয়েছেন যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে সাভার আশুলিয়া থেকে প্রার্থী হিসেবে তিনি আমাকে নিশ্চয়তা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ প্রায় দেড় বছর যাবত জনগণের কাছে ভোট চাচ্ছি।

এ সময় তিনি আরও বলেন, আজ আপনাদের কাছে, যুবলীগের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের কাছে আমাদের অনুরোধ মাননীয় প্রধান মন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবো। কোন বাঁধায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। নৌকা যার আমরা তার। নৌকাকে বিজয়ী করার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো। নৌকাকে বিজয়ী করার জন্য, শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য আজকে আপনারা সবাই একত্রিত হয়েছেন।

পরে তিনিসহ উপস্থিত যুবলীগের নেতাকমীরা বাইপাইল ত্রিমোড় এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে নতুন ইপিজেড ঘুরে আবার বাইপাইল এসেছে শেষ করেন।

এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন সংবলিত মিছিল নিয়ে বাইপাইল মোড় এলাকায় জড়ো হলে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির, ঢাকা জেলা যুবলীগের সবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মন্ডল, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবরীগের সভাপতি নুরুল আমিন সরকারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগন।