কুরিয়ার সার্ভিসে ইয়াবার চালান এনে আটক ২ কারবারি

আগের সংবাদ

প্রধানমন্ত্রী সাভার-আশুলিয়া থেকে প্রার্থী হিসেবে আমাকে নিশ্চয়তা দিয়েছেন

পরের সংবাদ

সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৯ অপরাহ্ণ, ১২/১১/২৩

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে (ঢাকা-মেট্টো -ব-১৫-১৬-১৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় উপস্থিত জনতা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ নেয় বলে জানা যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী সার্ভিস লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসের মালিকের নাম মোক্তার হোসেন (৫০)। তিনি সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকার আব্দুল মোন্নাফের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেলে আসা আরোহী দুর্বৃত্তরা সড়কের পাশের সার্ভিস লেনে দাড়িয়ে থানা ইতিহাস পরিবহনের একটি বাসে (ঢাকা-মেট্টো-ব-১৫-১৬-১৩) অগ্নিসংযোগ করেছে।

বাসটি পার্কিং অবস্থায় ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।