আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

আগের সংবাদ

সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যানের ভাতিজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জ্বলসহ আটক ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫০ অপরাহ্ণ, ২৬/০৬/২০
আশুলিয়ায় ময়লার গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ শেখ মো. উজ্জ্বলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শেখ মো.  উজ্জ্বল ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  ও অন্যজন ধামসোনা ইউপি ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর কবির।
শুক্রবার (২৬ জুন) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এর আগে সন্ধ্যায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের শিকার ময়লা ব্যবসায়ী আকবর আলি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়লা ব্যবসায়ী আকবর আলীকাছে বিগত তিন মাস যাবৎ মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল ভাদাইল এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জ্বল। অন্যথায় ভাদাইল এলাকায় ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেয়া হয়। পরে শুক্রবার বিকেলে ব্যবসায়ী আকবর আলীকে ভাদাইল এলাকার নিজ কার্যালয়ে ডেকে নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল ও তার লোকজন। এসময় ওই ব্যবসায়ী দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে উজ্জ্বল ও তার সঙ্গীরা তাকে মারধর করেন। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সন্ধ্যায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে রাতে ভাদাইল এলাকা থেকে উজ্জ্বল ও আলমগীরকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, চাঁদাবাজির অভিযোগে আটক দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গ্রেপ্তার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জ্বলের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অবৈধ গ্যাস সংযোগ প্রদানসহ একাধিক মামলা রয়েছে।