আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

আশুলিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৪৭ অপরাহ্ণ, ২২/০৬/২০

আশুলিয়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-২) এর সাথে বন্দুকযুদ্ধে রায়হান সরকার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পরে তার ঘর তল্লাশী করে ১০ হাজার ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ২টি স্মার্ট ফোনসহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২২ জুন) বেলা ১১ টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার মোশাররফের বাড়িতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রায়হান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আইয়ুব সরকারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে বলে জানা যায়

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল রায়হান নামে ওই যুবক। কখন পিকনিকের বাসে আবার কখনও কাভার্ড ভ্যানের ভিতর মাদক পরিবহন করতো সে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আজ সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে। পরে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযানে যায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে রায়হান। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় রায়হান। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরে তার ঘর তল্লাশী করে ১০ হাজার ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ২টি স্মার্ট ফোনসহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদেন্তর জন্য রাজধানীর সোহরাওর্য়াদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।