সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
ধামরাইয়ের বাথুলী এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাইক্রোবাসটি বাথুলী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৩ যাত্রী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা আছে বলেও জানান তিনি।