সাভারে কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ

আগের সংবাদ

আশুলিয়ায় কাভার ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় পুলিশের গুলিতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

Dalawer Juwel

প্রকাশিত :৪:০২ অপরাহ্ণ, ৩০/০৫/১৮

এক্সপ্রেস প্রতিবেদক

আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার ভোরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ওই ডাকাতের নাম আশরাফ আলী। সে ঢাকা মহানগরের তুরাগ থানার দউর এলাকার হযরত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তার মধ্যে ৬টি ডাকাতি, একটি হত্যা ও একটি মাদক মামলা।

পুলিশ জানায়, আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে এক দল ডাকাত প্রাইভেটকার ডাকাতির সময় পুলিশ হানা দেয়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে আশরাফ আলী গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে আশুলিয়া মরাগাঙ্গ এলাকায় প্রায়ই ঢিল মেরে প্রাইভেটকার ডাকাতি করতো এ চক্রটি। এর আগে এ চক্রের কাছ থেকে ডাকাতি হওয়া দুই প্রাইভেটকার উদ্ধার করা হয়।