এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জিরাবো এলাকার কাভার ভ্যান চাপায় নূরুল ইসলাম নামের পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে বাইপাইল আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম খান টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর কাজিরা পাড়ার মোকারম আলী খানের ছেলে। সে রাজধানীর উত্তরার বাসা ভাড়া থেকে গাজীপুর চক্রবর্তী এলাকার নরবান কমটেক্স কারখানর কিউসি ম্যানেজার হিসেবে কাজ করতো।
আশুলিয়ার থানার উপ পরিদর্শক (এসআই) জামিনুর জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল যোগে নূরুল কর্মস্থল চক্রবর্তী যাচ্ছিলেন। এসময় সড়কের পাশে বালুতে চাকা পিচলে মোটরসাইকেলের উল্টে গেলে নূরুল সড়কে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি কাভার ভ্যান চাপ দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু কেন্দ্রে নিয়ে কর্তব্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এছাড়া মোটসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহত নূরুল নরবান কমটেক্স কারখানার কর্মকর্তা ছিলেন।