সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আলিফ নামে পোশাক কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শনিবার দুপুর ১২ টার দিকে টঙ্গাবাড়িতে আলিফ এ্যাম্বডায়রি ও মেহনাজ স্টাইলস এন্ড ক্রাফট লিমিটেড পোশাক কারখানার টিনসেটের তৈরি একতলা কেমিক্যাল গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে গুদামে রাখা প্রায় মালামাল পুড়ে গেছে। দুইটি কারখানা একই মালিকের বলে জানায় যায়।
আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, আগুনের সূত্রপাত বিষয়ে এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যিুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এছাড়া তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমান বলা সম্ভব নয়।