জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৮ বছর পূর্তি ঘিরে নাট্য উৎসব শুরু

আগের সংবাদ

আশুলিয়ায় ভূয়া ক্যাপ্টেন আটক

পরের সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জলি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:০৬ অপরাহ্ণ, ০৪/০২/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রবিবার বেলা ৪. ৪৫ ঘটিকায় সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবনিযুক্ত প্রধান বিচারপতি। শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান উপস্থিত সকল বিচারপতিসহ প্রধান বিচারপতি।
পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন প্রধান বিচার​​পতি।
উল্লেখ্য, গতকাল শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।