সাভারে ট্যানারী শ্রমিকদের কার্যালয়ের উদ্বোধন

আগের সংবাদ

আশুলিয়ায় জমির বিরোধে চাচাতো ভাইয়ের হাতে ব্যবসায়ী খুন

পরের সংবাদ

আশুলিয়ায় কারখানার কর্মকর্তাকে ছাঁটাই; কর্মবিরতিতে শ্রমিকরা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:০০ অপরাহ্ণ, ৩১/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার নরসিংহপুরে নীট এশিয়া কারখানার কর্মকর্তাকে অপসারণের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। পাশাপাশি শ্রমিকদের ছাটাইয়ের আশঙ্কায় বিক্ষোভ জানায় তারা।

আজ রোববার সকাল থেকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।

কারখানার শ্রমিক আবুল হোসেন জানান, গত তিন দিন আগে কারখানার পিএম তারেক হোসেনকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেয় কারখানার জিএম মো: বাশারত। পরে আজ সকালে পিএম তারেক কাজে যোগদান করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ জোরপূর্বক তাকে বের করে দেওয়া হয়।

ঘটনাটি কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা জিএম বাশারতের অপসারণের দাবিতে বিক্ষোভ করে। তার অফিস কক্ষ ভাংচুর করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে এসে অবস্থান নিয়ে জিএমকে অপসারণের দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক (এসপি) সানা সামীনুর রহমান শামীম জানান, নীট এশিয়া কারখানায় শ্রমিক ছাটাইয়ের আতংকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে । বিষয়টি সমাধানের জন্য মালিকপক্ষের সাথে আলোচনা চলছে।

তিনি আরো জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এবিষয়ে কারখানা কর্তৃপক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।