আশুলিয়ায় গোপন বৈঠক থেকে জামায়াতের ৬ নেতাকর্মী আটক; লিফলেট উদ্ধার

আগের সংবাদ

সাভারের পৃথক স্থানে জমি নিয়ে সংঘর্ষ; গুলিবিদ্ধসহ আহত ৬

পরের সংবাদ

আশু‌লিয়া হি‌রোইনসহ মাদক ব্যবসায়ী আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৪৪ অপরাহ্ণ, ০৯/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশু‌লিয়ার মরাগাং এলাকা থে‌কে পাঁচশত  পু‌রিয়া হি‌রোইনসহ এক ব্যবসায়া‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
শ‌নিবার ভো‌রে আশু‌লিয়ার মরাগাং এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়। প‌রে তা‌কে গ্রেফতার দে‌খি‌য়ে আদাল‌তে‌ প্রেরণ করা  হ‌য়ে‌ছে।
আটক বোরহান ইয়ারপুর গ্রা‌মের আফজাল উ‌দ্দি‌নের ছে‌লে। এছাড়া সে ইয়ারপুর ইউ‌নিয়‌ন যুবলী‌গের সা‌বেক সভাপতি মোশারফ হো‌সেন মুসার অনুসা‌রি ব‌লে প্রাথ‌মিক ব‌লে জানা যায়।
আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক শ‌ফিকুল ইসলাম জানান, ভে‌া‌রে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়‌কে নিয়‌মিত তল্লাশী চল‌ছিল। এসময় এক‌টি থ্রি হুলার‌কে স‌ন্দেহ হ‌লে তল্লাশী করা হয়। প‌রে বোরহানের সা‌থে থাকা এক‌টি ব্যাগ থে‌কে পাঁচশত পু‌রিয়া হি‌রোইন উদ্ধার করা হয়। প‌রে তা‌কে আটক ক‌রে আদাল‌তে প্রেরণ করা হয়।
‌তি‌নি আরও জানান, বোরহা‌নের বিরু‌দ্ধে ক‌য়েক‌টি মাদক মামলা র‌য়ে‌ছে।