যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আগের সংবাদ

বিকেএসপি মাঠ পরিদর্শনে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান

পরের সংবাদ

আশুলিয়ায় ছিনতাইকারী আটক; মোটরসাইকেল উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪৪ অপরাহ্ণ, ১৫/০৮/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় জামগড়ায় মোটরসাইকেল ছিনতাইকালে হাতে নাতে একজন আটক করেছে পুলিশ। এসময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে আশুলিয়ার জামগড়ায় সমির প্লাজার সামনে থেকে মোটরসাইকেলসহ ছিনতা্ইকারী আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নাম মো. নরুজ্জামান হোসেন। সে বরিশাল জেলার গৌরনদী থানাধীন কইয়ারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে টঙ্গী এলাকায় বসবাস করছে।

এ বিষয়ে আশুলিয়ায় থানার এস আই মিজানুর রহমান জানান, জামগড়ায় হিরো স্টেন্ডল একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় জনতা এগিয়ে আসলে ছিনতাইকারী পালানোর সময় একজন আটক করা হয়। বাকীরা পালিয়ে যায়।

ছিনতাইকারী এই চক্রটি সাভার আশুলিয়া্ ও টঙ্গী এলাকায় মোটরসাইকেল ছিনতাই চুরির সক্রিয় চক্র। বাকীদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।