সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক হোসেন(২২) নামের এক জেনারেটর অপারেটরের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র থেকে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিদ্দিক বাগেরহাট সদর থানার বায়নাখালি গ্রামের ইদ্দিস মিয়ার ছেলে। সে নরসিংহপুর একটি মার্কেটে কাজ জেনারেটর অপারেট হিসেবে কাজ করতো।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে জেনারেটর মেরামতের কাজ করছিল সিদ্দিক। এসময় বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।