সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে মোটরসাইকেল থেকে পড়ে লাইলি আক্তার (৩৬) নামের এক নারী নিহত হয়েছে।
শনিবার সকালে সাভারের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন জানান, সকালে স্বামী খোরশেদ আলমের সাথে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন লাইলি আক্তার। এ সময় আমিনবাজার স্ট্যান্ডে পৌছালে হঠাৎ মোটরসাইকেল থেকে তিনি পরে যান। এ সময় অজ্ঞাত এক পরিবহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার চারিগ্রামে বলে জানা গেছে।