আশুলিয়ায় ড্রেন থেকে সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

সাভারে মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত

পরের সংবাদ

চুরি হওয়া ১১ টন কেমিক্যাল  আশুলিয়ায় উদ্ধার; আটক তিন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩০ অপরাহ্ণ, ১১/০৬/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার গাজীরচট এলাকায় চুরি হওয়া ১১টন ডায়িং কেমিক্যালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক শহিদুল ইসলাম(৩৩) চাপাই নবাবগঞ্জ জেলার কানছাই গ্রামের সামছুল হকের ছেলে। সে ইসলাম ট্রেডার্সের কর্মচারী ছিল। আটক বাকি দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

গেন্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯জুন গেন্ডারিয়ার ইসলাম ট্রেডার্স কর্মচারী শহিদুলকে চাবী দিয়ে  দোকানের মালিক বাসায় চলে যায়। এসময় শহিদুল কয়েকজন নিয়ে ১১টন ডায়িং কেমিক্যাল চুরি করে। পরে দোকানের মালিক থানায় অভিযোগ করলে কর্মচারী শহিদুলকে আটক করে জিজ্ঞাসাবাদে চুরি কথা স্বীকার করে। পরবর্তীতে শহিদুলকে নিয়ে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় গাজীরচট এলাকার একটি নির্মানাধীন মার্কেটে অভিযান চালিয়ে কেমিক্যাল ভর্তি ২২০টি ড্রাম(১১টন) উদ্ধার করা হয়। এসময় শহিদুলকে সহযোগিতা করার জন্য আরও দুজকে আটক করা হয়। এরা একটি সংঙ্গবদ্ধ চক্র। এই চক্রটি দেশের বিভিন্ন স্থানের গার্মেন্টেসের সরঞ্জামিও কাচাঁমাল চুরি করে কম দামে বিক্রি করে। এই চক্রটির বাকী সদস্যদের ধরতে আরও অভিযান চালানো হবে।