আশুলিয়ায় দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব

আগের সংবাদ

সাভারে দুদুকের গণ শুনানী অনুষ্ঠিত

পরের সংবাদ

সাভারে শিল্পকলা একাডেমীর ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:২২ অপরাহ্ণ, ০৮/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে শিল্পকলা একাডেমী,মুক্ত মঞ্চ ও প্রশিক্ষণ ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে সাভারে দক্ষিণ দরিয়ারপুর এলাকায় শিল্পকলা একাডেমী,মুক্ত মঞ্চ ও প্রশিক্ষণ ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন  ঢাকা ১৯ আসের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

এক কোটি ৮৮ লাখ,৯৭ হাজার ৯৭৫ টাকা ব্যায়ে শিল্পকলা একাডেমী,মুক্ত মঞ্চ ও প্রশিক্ষণ ভবন নির্মান কাজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উন্নয়নের অংশ হিসেবে সাভার উজেলায় শিল্পকলা একাডেমী,মুক্ত মঞ্চ ও প্রশিক্ষণ ভবন নির্মান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই একাডেমিক ভবনের নির্মাণ কাজ এলজিইডি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।