আশুলিয়ায় এক পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার

আগের সংবাদ

সাভারে শিল্পকলা একাডেমীর ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

পরের সংবাদ

আশুলিয়ায় দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:২৯ অপরাহ্ণ, ০৮/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় বাসে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য সহ ইমারন ও রফিক নামের দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে আইডি কার্ড তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সোমবার ভোর রাতে আশুলিয়া বাজার এলাকায় বাসে অভিযান চালিয়ে । দুপুর ১২টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে।

আটক ইমরানের বাড়ি ময়মনসিংহ ও রফিক হোসেনের বাড়ি নেত্রকোনা জেলায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক র‌্যাব কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে অভিযান চালিয়ে ইমরান ও রফিককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জাতীয় পরিচয় পত্র তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা জঙ্গি সারোয়ার ও তামিম পন্থী হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাদের সম্পর্কে খোজঁ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিফ্রিং এর মাধ্যমে সকলকেই জানানো হবে।