সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে একটি কয়েল তৈরি কারখানার মেশিনে কাঁটা পড়ে মৃত্যু হয়েছে কিশোর শ্রমিককের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রোববার সকালে সাভারের রাজফুলবাড়িয়া কাজী এন্টারপ্রাইজ লিমিটেড নামে কয়েল তৈরি কারখানায় এই র্দুঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রায়হান হোসেন। সে গাইবান্ধার সদর থানার বলমজার গ্রামের রফিকুল হোসেনর ছেলে। বাবা মাসহ সাভারের রাজফুলবাড়িয়া বসবাস করতো।
সাভার মডেল থানার সেকেন্ড অফিসার মো. জাকারীয়া হোসাইন জানান, কয়েল তৈরি কারখানায় কাজ করার সময় একটি মেশিনের কাঁটা পড়ে রায়হান নামে এক কিশোর শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে অঅরও নিশ্চিত হওয়া যাবে ও নিয়ম অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।