সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় কার্ভাড ভ্যানের ধাক্কায় অটো রিকসা চালক নিহত হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুধবার রাত আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম লালন হোসেন। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাজেন্দ্রপুর গ্রামের বাহার হোসেনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার খেজুরবাগ এলাকার বাদলের বাড়িতে পরিবারসহ বসবাস করতো।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রাতে ঢাকা আরিচা মহাসড়কে নবীনগর একটি অটো রিকসা সাভার সেনানিবাস এলাকায় যাচ্ছিল। এসময় ধামরাই থেকে ছেড়ে আসা একটি কার্ভাড ভ্যান নবীনগর এলাকায় এসে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকসাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটো রিকসা চালক লালন মারা যায়। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, ঘাতক ক্যাভার ভ্যানটি আটক করা হয়েছে।