সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্পে আজিজ ট্যানারি নামে প্রতিষ্ঠানের এক তলা নির্মানাধীন ভবনের ছাদ ভেঙ্গে পড়ে ৭ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ৭ শ্রমিককে উদ্ধার করে।
সাভার ট্যানারি ফাঁড়ির এস আই শাহ আলম জানায়, দুপুরে ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ করে এক তলা ভবনের ঢালাইয়ের ছাদ ভেঙ্গে পড়ে। এসময় কর্মরত ৭ নির্মান শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হেমায়েতপুরে ডি লিং নামে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। এখন পযন্ত ৭ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এঘটনায় এখনো নিখোঁজ ও নিহতের কোন খবর পাওয়া যায়নি। উদ্ধর অভিযান শেষে এ বিষয়ে নিশ্চিত বলা যাবে ভিতরে কোন শ্রমিক বা ব্যক্তি রয়েছে কিনা।