সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আমিনবাজার বাস স্ট্যান্ডের পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার(২৯ নভেম্বর)দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো:আবু নাসের বেগের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি বলেন, আমরা ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, কাঁচাবাজার উচ্ছেদ করেছি।তাদেরকে সড়কের পশ্চিম পাশের একটি খালি জায়গা রয়েছে সেখোনে তাদের দোকান স্থানান্তর করার নির্দেশনা দেয়া হয়েছে।আমিনবাজার ব্রিজ থেকে শুরু করে নবীনগর স্মৃতিসৌধ পর্যন্ত সম্পূর্ন রাস্তাটি দখলমুক্ত রাখতে।আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবিষয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার সহকারি পুলিশ সুপার(এএসপি)মাহবুবুর রহমান বলেন, আমরা ইউএনও মহোদয়ের সাথে নিয়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।সামনে ১৬ই ডিসেম্বরসহ বেশকিছু গুরুত্বপূর্ন কর্মসূচী রয়েছে।সে সময় যেন সড়কের পাশে কোন অবৈধ স্থাপনা না থাকে সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হযেছে।