যুবদলের আশুলিয়া থানা কমিটি গঠন

আগের সংবাদ

সাভারে সরকারি অফিসে সাংবাদিক লাঞ্ছিত

পরের সংবাদ

আশুলিয়ার ইভটিজিং এর দায়ে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৫৪ অপরাহ্ণ, ১৭/১১/১৬

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এক গৃহবধূকে ইভটিজিং এর দায়ে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে  আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিসেট্রট বিকাশ চন্দ্র সরকার ৫০৯ ধারা অনুযায়ী এর দন্ড দেয়।
লোকমান হোসেন আশুলিয়ার চারিগ্রাম এলাকার আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিসেট্রট বিকাশ চন্দ্র সরকার জানান,  গৃহবধূর স্বামী ও শিশু সন্তান বাসায় ছিল না। এসময় লোকমান গৃহবধূকে কু প্রস্তাব দেয়। ঘটনার সত্যতা পাওয়ার পরে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।