সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে এক মাদক ব্যবসায়ী ও পাঁচ জুয়ারীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সাভার উজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা ইয়াসমিনের আদালতে তাদের এ জরিমানা দেওয়া হয়। জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন সাভারের জামসিং এলাকার মাদক ব্যবসায়ী, রাশেদ (২৫),জুয়ারী সাইদুল (২৮),সোহেল (৩০),শাহিন (৩২),আবুল কাসেম (৩০),মিরাজ (৩১) ।
ডিবি পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগে জামসিং এলাকা থেকে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এ এস আই জহিরুল ইসলাম। পরে আজ দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির কররে আদালত শুনানি শেষে তাদেরকে এ জরিমানা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রাশেদকে পাঁচ হাজার টাকা ও পাঁচ জুয়ারীকে তিন হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।