সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার একই স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস চাপায় ফিরোজ মিয়া নামে এক নিরাপত্তা কর্মী নিহত ও অজ্ঞাত পরিচয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত। নিহত মোটরসাইকেল আরোহীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সোমবার দুপুর ২টার নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের সামনে ও আড়াইটার দিকে শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা দুটি ঘটে।
ফিরোজ সেলকো সিকিউরিটি গার্ড লি. এর নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিনুল কাদীর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ম্যাইক্রোবাস ফিরোজকে চাপা দিয়ে পালিয়ে যায় ।এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে একই স্থানে আধঘণ্টা ব্যবধানে শ্যামলী পরিবহনের একটি দুরপাল্লার বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটর সাইকেল ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় শ্রীপুর বাস স্ট্যান্ডে এসে পৌছলে পিছন থেকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অপর দিকে আজ সকালে আশুলিয়ার বাড়ইপাড়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের এক চালক নিহত হয়েছে।