সাভারে মাদকাসাক্ত ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা; বাড়িওয়ালা আটক

আগের সংবাদ

আশুলিয়ায় নিহত জঙ্গীর স্ত্রী রুমির রিমান্ডসহ তদন্ত র‌্যাবে হস্তান্তর

পরের সংবাদ

ওজন কমানোর ওষুধ থেকে সাবধান! চাই শারীরিক পরিশ্রম

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:১৩ অপরাহ্ণ, ১২/১০/১৬

জীবনযাত্রা ডেস্ক:

কি ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? যদি সত্যিই তাই হয়, তাহলে জানবেন, এ সমস্যা শুধু আপনার একার নয়। আজকের দুনিয়ার কর্ম সংস্কৃতিই এর জন্য জায়ী।  ‘হেকটিক শেডিউলে’ প্রায় সবাইকেই কাজ করতে হচ্ছে। আর তার ফলে, খাদ্যাভ্যাসেও আসছে বিরাট পরিবর্তন। অনেক ক্ষেত্রেই আমরা এমন খাবার খেতে বাধ্য হচ্ছি যা মেদ বাড়াচ্ছে দেহে, আর তা থেকেই ওজন বাড়া (ওবেসিটি)। এছাড়া তো, শারিরীক কসরত্ করতে না হওয়ার মতো মারাত্মক কারণ রয়েছেই। যার থেকে আসছে আরও নান রকম ব্যামো।

অথচ, স্লিম অ্যান্ড চ্রিম থাকতে চান সবাই। কিন্তু উপায় কি? চাকরি বাকরি তো আর ছেড়েছুড়ে দিয়ে ঘরে বসে থাকা যাবে না। তাই, অনেকেই বাজার চলতি ওষুধ কিনে খাচ্ছেন ওজন কমাতে বা মেদ ঝড়াতে। শুধু কি আর ওষুধ, কেউ কেউ তো এক পা এগিয়ে গিয়ে সার্জারিও করে ফেলছেন। কিন্তু জাক্তারের পরামর্শ ছাড়া এই সব ওষুধ, জায়েট পিলস এবং সার্জারি কিন্তু আপনার জীবনে বড় রকমের ক্ষতি করে দিতে পারে।