ঢাকা জেলার বিএনপির কমিটি ঘোষনা

আগের সংবাদ

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙ্গচুর

পরের সংবাদ

আশুলিয়ায় নেশার টাকার জন্য গৃহবধূকে এসিড নিক্ষেপ; প্রাক্তন স্বামী আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:২০ পূর্বাহ্ণ, ৩০/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে রোমানা আক্তার নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে প্রাক্তণ স্বামী। এ ঘটনায় গৃহবধূর প্রাক্তন স্বামী হানিফ শেখকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত আনুমান ১১টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকার মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আশুলিযা থানার ওসি (তদন্ত) আকবর আলী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার বলিভদ্র এলাকায় এসিড দগ্ধ এক গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকার জন্য তার প্রাক্তন স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ও তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ashulia brun pic (2)

এদিকে স্থানীয় নাগরিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে এসিড দগ্ধ হয়ে প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মাথায় আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

রোমানা আক্তার সিরাজগঞ্জের শোলঙ্গা থানাধীন ঝাউল গ্রামের রুস্তম আলীর মেয়ে। অভিযুক্ত হানিফ শেখের গ্রামের বাড়ি একই এলাকার আবদুল কুদ্দুস শেখের ছেলে।